Posts

Showing posts from December, 2019

Happy As Lazzaro(2018) Bangla Review

Image
যুদ্ধ কিংবা শান্তি ,সঙ্কট বা সমৃদ্ধি - সব যুগে সব কালে মানুষের ভেতরকার পবিত্রতা ও বিশুদ্ধতা অভিন্ন রূপে বিরাজ করে । ইতালির ঠাস বুননের এক প্রত্যন্ত গ্রাম ও পুঁজিবাদী শহরের প্রেক্ষাপটে স্থান কাল পাত্র নির্বিশেষে মানুষের ভেতরকার সেই শাশ্বত উদারতার গল্প এলিস (এলিচে) রোরবাকাহার(রোরবাখার) হাজির করেছেন “লাজ্জারো ফেলিচে” /Happy As Lazzaro (2018)  সিনেমায় । অতীত ও বর্তমানের কঠোর যাঁতিকলে ফেলে পরীক্ষা করতে চেয়েছেন এই সাধুতার উপযোগিতা ,সমসাময়িকতা ও যৌক্তিকতা ।ইতালির পল্লী এলাকার নজরকাড়া দৃশ্যায়ন,স্থানীয় সংকৃতির সরল উপস্থাপনার সাথে শহর এলাকার স্বাভাবিক কৃত্রিমতা আর টানাপোড়েনের পাশাপাশি তুলনায় জমে উঠে সিনেমার গল্প।