Posts

Showing posts from June, 2019

The Truman Show (1998): মাই লাইফ, মাই রুলস?!?

Image
২১ বছর আগে মুক্তি পেয়েছিলো দ্য ট্রুম্যান শো (১৯৯৮, ৫ জুন)।  আপাত নাটকীয়তার আড়ালে চলচ্চিত্রটি আমাদের অস্তিত্ব ও যাপিত জীবনের দিকে প্রশ্ন ছূড়ে দেয়ঃ এ জীবন কার? স্রষ্টা ও সৃষ্টির পারস্পারিক সম্পর্ক কে দার্শনিক চ্যালেঞ্জ জানানো এই চলচ্চিত্র দেখে মনে পড়ে হালের ওয়েস্ট ওয়ার্ল্ডের কথা। সিমুলেটেড জগত থেকে বের হওয়ার যে দুর্দমনীয় বাসনা তা আমরা দেখেছি দ্য ম্যাট্রিক্স এর মতো চলচ্চিত্রেও। এমনকি ক্রিস্টফ কে যদি ঈশ্বরের রূপক ভাবেন, ট্রুম্যান কে ভাবতে পারেন “স্বর্গ” থেকে স্বেচ্ছায় পালিয়ে আসা একজন বেয়াদব সৃষ্টি। তৎকালীন সময়ে সাধারণ মানুষের ব্যক্তিগত জীবনের গোপন-প্রকাশ্য সব ধরনের তথ্যের প্রতি অতিরিক্ত কৌতুহল আর ভোগবাদী মতবাদের প্রতি দ্য ট্রুম্যান শো এক ধারালো জবাব বলেও মনে করে অনেকে। আমাজন, ভুডু থেকে স্টারজ, ফ্যানড্যাঙ্গো- বর্তমানে বাজারের জনপ্রিয় সবগুলো অনলাইন প্লাটফর্মে স্ট্রিমিং দেখেই বোঝা যায়, এর আবেদন এখনো ফুরিয়ে যায়নি। মৌলিক চিত্রনাট্য, শ্রেষ্ঠ পরিচালক, শ্রেষ্ঠ সহ-অভিনেতার জন্য অস্কার মনোনয়ন, ৮ লক্ষ ৩৭ হাজার মানুষের ভোটে রেটিং ৮.১। রোটেন টম্যাটোতে ১২৫ রিভিউ এর বিপরীতে ৯৪% ফ্রেশ , ৫ লক্ষ ৮৩ হা

বেল-ম্যাটডেমন বনাম ক্যাপ্রিও-ব্র্যাডপিটঃ খেলা হবে

Image
মুখোমুখি হলিউডের বাঘা বাঘা অভিনেতারাঃ জমবে ২০১৯ একদিকে ব্র্যাড পিট, ডি ক্যাপ্রিও, আল-পাচিনো অন্যদিকে ক্রিশ্চিয়ান বেইল, ম্যাট ডেমন আর জন বার্নথাল। একদিকে টারান্টিনো অন্যদিকে জেমস ম্যানগোল্ড। দুইটি ট্রেইলারেই পলকে পলকে মুগ্ধতা, শ্বাসে স্বাসে উত্তেজনা আর ধ্রুপদী কিছুর ইঙ্গিত। এইবারের লড়াই হবে মুখোমুখি, সেয়ানে সেয়ানে, পাল্লায় পাল্লায়। ২০১৯ কাপাবে হলিউডের ডাকসাইটে অভিনেতা বেইল-ক্যাপ্রিও-ব্রাড পিট-ম্যাট ডেমনরা। এই বছর হবে মেথড অভিনেতাদের* উত্তুঙ্গ অভিনয়ের তুরীয় প্রদর্শনী। দর্শক হিসেবে আমরা পাবো শ্বাসরুদ্ধকর কিছু সিনেমাটিক অভিজ্ঞতা! বলছি টারান্টিনোর Once Upon a Time ... in Hollywood (২০১৯) ও জেমস ম্যানগোল্ডের Ford v Ferrari(২০১৯) এর কথা! এই বছরের ২৬ জুলাই টারান্টিনোর ও ১৫ নভেম্বর জেমস ম্যানগোল্ডের সিনেমা দুটি মুক্তি পাবে- সিনেমাপ্রেমিদের জন্য ঈদুল ফিতর আর ঈদুল আজহার ছুটির মতোই আনন্দ নিয়ে আসবে বলে আশা করা যাচ্ছে। একটা সেমাই-পোলাও অন্যটা ঝাল গোস্ত কিংবা ভাবতে পারেন ব্যাটম্যান ভার্সাস সুপারম্যান! কোনটা কি হবে জানতে অপেক্ষা করা লাগবে ২০১৯ এর শেষ পর্যন্ত! ফোর্ড ভার্সাস ফেরারী(২০১৯) স

ফটোগ্রাফ(২০১৯): প্রেমের মতো কিন্ত প্রেম নয়

Image
ট্যুরিস্ট স্পটের ভাসমান ফটোগ্রাফার আর শহরের মধ্যবিত্ত পরিবারের দারুণ মেধাবী এক তরূণীর রহস্যময় সাক্ষাৎ, যোগাযোগ ও পরস্পরের জীবনে শর্তহীন ভাবে ভ্রমণের গল্প হচ্ছে রিতেশ বাতরার দ্বিতীয় হিন্দি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ফটোগ্রাফ(২০১৯)। ২০১৯ সালের সানড্যান্স চলচ্চিত্র উৎসবে রিতেশ বাতরা নিজের সিনেমা সম্পর্কে বলেন, ”প্রেমের মতো কিন্ত পুরোপুরি প্রেম নয়” এই সিনেমা। কেন নয়, জানতে হলে দেখে ফেলতে হবে ক্রমাগত নিজেকে ভেঙ্গে গড়া নওয়াজুদ্দিন সিদ্দিকী এবং চোখ জুড়ানো মন ভরানো অভিনয় করা সোনিয়া মালহোত্রার প্রায় প্রেমের এই সিনেমাটি। প্লট ছবির নায়িকা মিলোনিঃ লাজুক, অন্তর্মুখী, গুজরাটের মধ্যবিত্ত পরিবারের একজন লেখাপড়ায় দারুণ মাথা এক মেয়ে। চাঁপা স্বভাবের মিলোনি কে দেখে অন্যরকম লাগতে শুরু করে রাফির, যে কিনা মুম্বাই এর একজন ভাসমান ফটোগ্রাফার, নিজের পরিবারের দেনা পরিশোধের জন্য দিন রাত কাজ করছে । রাফি ও মিলোনির যোগাযোগ হঠাৎ ও আকস্মিক, সম্পর্কের পরবর্তী গতি প্রকৃতি এরকমঃ রাফির দাদী তাকে বিয়ে করাতে চাপ দেয়, জবাবে রাফি চিঠি লিখে পাঠায় সে একজন কে পছন্দ করে, যার নাম সে দেয় নূরী। এই নূরীই হচ্ছে আমাদের মিলোনি। এরপর

নওয়াজুদ্দিন সিদ্দিকীঃ বি টাউনের আল পাচিনো

Image
ইলাস্ট্রেশনঃ অভিলাষ সাহা नवाज़ुद्दीन सिद्दीकी বলিউড নিউ ওয়েভের অন্যতম কান্ডারি, মেথড এক্টিং এর গৌতম বুদ্ধ, বি টাউনের আল পাচিনো: নওয়াজুদ্দিন ওরফে নাম্বারদার ওরফে ফায়জাল খানের ৪৫তম জন্মদিনে জানবো তার সিনেমাটিক জীবন ও জীবনের সিনেমা! আমাদের স্বপ্ন, পরিকল্পনা, ভবিষ্যৎ ভাবনা, পরিশ্রম আমাদের কে প্রায়ই বিচ্ছিন্ন, স্ববিরোধী, দারুন ক্লান্ত সত্তায় নিক্ষেপ করতে পারে, করে এবং করবে। ঐ করাল গর্ত থেকে বের হয়ে আসার তুরীয় মুহূর্তে জন্ম নেয় একজন ধ্রুপদী নায়ক কিংবা নায়িকা। যে কিনা জানে, অপেক্ষা মানে কোনো কিছু হওয়ার জন্যে বেহুদা বসে থাকা নয়, বরং কোনো কিছু না হলে, না হতে থাকলে, সবকিছু বিরুদ্ধে থাকলে কিভাবে সেটাকে পাল্টাতে হয়। এ এক ভীষণ ওডেসি, এক তুখোড় আত্মযাত্রা, মনোজগতের এক দুর্দান্ত বলিখেলা। দুঃসাহসিক সেই বলি খেলায় কৃষকের ঘর থেকে কানের লাল গালিচা - নাম্বারদার নওয়াজুদ্দিন থেকে মেহনত করে কিভাবে বনে গেলেন ফায়জাল খান  কিংবা রামান, যেই গ্রামের মানুষ তিনটি জিনিসঃআখ, গম আর বন্দুক ছাড়া আর কিছু চেনে না, কিভাবে সেইখান থেকে উঠে এসে করলেন  “মান্টো”, উত্তর প্রদেশের মুজাফফার নগর থেকে “বাইপাস করে কিভাবে র