Posts

Showing posts from September, 2019

"আলফা"(২০১৯) নিয়ে আলাপঃ নাসির উদ্দীন ইউসুফের রেবেল উইদাউট আ কজ

Image
আলফা সিনেমা সম্পর্কে নির্মাতা নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু বলেন, “আধুনিক শহরে একজন মানুষ ক্ষয়িষ্ণু শিল্পমাধ্যম (বিলবোর্ড, ব্যানার আঁকার কাজ) নিয়ে কাজ করেন। যান্ত্রিক এ শহরে বাস্তবতার সঙ্গে মানিয়ে এবং অন্তর্দ্বন্দ্ব নিয়ে তাঁর বেঁচে থাকার চিত্র দেখা যাবে এ ছবিতে”। এই যান্ত্রিক “বাস্তবতা” আর “অন্তর্দ্বন্দ্ব” পুরো সিনেমাতে দার্শনিক, না মূল গল্পের অংশ, রূপক নাকি সোজাসাপ্টা আলাপ, ব্যাক্তির যন্ত্রণা নাকি সমষ্টির পীড়ণ- এই রকম বেশ কয়েকটা বাইনারির ছড়ানো-ছিটানো চিত্রায়ন আপনার মনোযোগ-মনোবলের পরীক্ষা নিতে পারে । ফলে, বাস্তব ও পরাবাস্তবের মাঝামাঝি বিবাদমান ফরবিডেন লজিক এই সিনেমার লক্ষ্য/ চিত্রায়ন/ শেষ কথা- কিছু ক্ষেত্রে অদরকারী ও উচ্চাভিলাষী। সিনেমায় প্লটের থেকে পয়েন্ট অফ ভিউ বেশি জোড়ালো ভাবে নির্দেশিত। আর্টিস্ট বলে পরিচিত একজন যুবক, যিনি একজন পেইন্টার, তার চিন্তা-ভাবনা, পারিপার্শিক, জগতের সাথে তার যোগাযোগ, চলমান সামাজিক/রাজনৈতিক/সাংস্কৃতিক প্রেক্ষাপটের সাথে তার মিথস্ক্রিয়াই সিনেমার কাঠামো। তিনি থাকেন একা, স্ব-নির্ভর, জলাধারের উপর তার বাড়ি। বাবা-মার পরিচয় নেই। ছোটবেলায় পালক বাবা ও তার পেইন্টার হওয়

ভারত অস্কারে পাঠাচ্ছে গালিবয়ঃ সেরা সিনেমা বনাম ফিল্ম সার্কিট পলিটিক্স

Image
২৭টি সিনেমার মধ্য থেকে ভারত অস্কারে পাঠাচ্ছে গালিবয় // সেরা বিদেশী চলচ্চিত্র ক্যাটাগরিতে সারা বিশ্বের সাথে প্রতিযোগিতা, বাকি সিনেমার পূর্নাঙ্গ তালিকা ও কিছু কথা বেস্ট ফরেন ল্যাঙ্গুয়েজ ফিল্ম ক্যাটাগরি, যা বর্তমানে পরিচিত বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম ক্যাটাগরি- কখনো না জেতা অস্কারের জন্য এই বছর একাডেমি পুরষ্কার/অস্কারের ৯২তম আসরে ভারত মনোনীত করেছে জয়া আখতারের “গালিবয়”। আসর বসবে সামনের বছরফেব্রুয়ারির মাসের ৯ তারিখে, হলিউডের ডলবি থিয়েটারে। গালিবয় অস্কারের মূল আসরে সেরা ৫ শর্টলিস্টের মধ্যে থাকবে কি না, জানা যাবে শীঘ্রই। কিন্ত... এর আগে একাডেমি পুরষ্কারের চূড়ান্ত আসরে সর্বমোট ৩(তিন) বার ভারতের চলচ্চিত্র মনোনিত হলেও জয় করতে পারেনি সেরা বিদেশী চলচ্চিত্রের জন্য কোনো অস্কার। বেস্ট ফরেন ল্যাঙ্গুয়েজ ফিল্ম ক্যাটাগরিতে অস্কারের মূল আসরে চূড়ান্ত শর্টলিস্টেড চলচ্চিত্র গুলো হচ্ছেঃ ১) “মাদার ইন্ডিয়া”/Mehboob Khan (1957) ২) “সালাম বোম্বে”/ Mira Nair (1989) ৩) “লাগানঃঅয়ান্স আপন আ টাইম ইন ইন্ডিয়া”/ Ashutosh Gowariker (২০০২) অস্কারের মূল আসরে মনোনয়ন প্রাপ্ত তিন ভারতীয় চলচ্চিত্র সর্