Posts

Showing posts from May, 2019

উডি এল্যান এর "পরবর্তী জীবন” – বাস্তবের বিষফোড়ায় সুররিয়েল মলম

Image
  জন্মান্তর সত্যি হলে আমার পরবর্তী জীবন আমি উলটো দিক থেকে শুরু করতে চাই। শুরু করবো মৃত্যু দিয়ে যাতে প্রথমেই এই করাল অভিজ্ঞতাকে পাশ কাটানো যায়। তারপর জেগে উঠবো আমার শেষ জীবনের বাসস্থানে , কোনো ওল্ড হোমে , প্রত্যেক দিন আগের দিন থেকে সুস্থ আর ভালোবোধ করা শুরু করবো। ধীরে ধীরে অতিরিক্ত স্বাস্থ্যবান হওয়ার কারনে সেই জায়গা থেকে আমাকে বের করে দেয়া হবে। এরপর দ্রুত আমার পেনসন উঠিয়ে ফেলতে হবে। পেনসন উঠানোর পরপরই শুরু হবে আমার কর্মজীবন । কাজ করার প্রথম দিনেই পাবো অসংখ্য উপহার, শুভকামনা আর প্রশংসার বানী! এরপর আমি কাজ করবো টানা ৪০ বছর যতক্ষণ না আমি একদম তরূন হয়ে যাই! তরূন হয়ে যাওয়ার সাথে সাথেই আমি অবসর নিবো, যৌবন ভরা সময়ে উপভোগ করতে শুরু করবো বাধাহীন ছুটি! এরপর খালি পার্টি আর পার্টি, মজা মাস্তি, এডভেঞ্চার। এসব করতে করতে একদিন হাইস্কুলে ভর্তি হবো! হাইস্কুল শেষ করে ভর্তি হবো প্রাইমারিতে! তারপর হঠাৎ নিজেকে আবিষ্কার করবো আমি ফিরে গেছি আমার শৈশবে , খেলছি আর খেলছি, সারাদিন শুধু খেলা আর খেলা, আর কিছু নেই জগতে! কোনো ধরনের দায়ভার নেই, নেই কোনো অঙ্গিকার, কোনো পিছুটান! এভাবে শিশু হ

"লাভ, ডেথ + রোবোটস " (২০১৯) - চোরাস্রোতে বয় ঈশ্বপের উপদেশ

Image
( এই লেখাটি প্রথম আলো-তে প্রথম প্রকাশিত হয়, সংখ্যা এপ্রিল ১৮, ২০১৯, প্র-আনন্দ ক্রোড়পত্রে ) ধরুন , ভবিষ্যত পৃথিবীতে মানুষের চিহ্ন একেবারে মুছে গেছে । পৃথিবীতে রাজত্ব করছে নানা ধরনের রোবোট । রোবট আলোচনা করছে মানুষের নির্বুদ্ধিতা নিয়ে- কেমন লাগবে এমন কিছু দেখতে ? অথবা সভ্যতার একেবারে চূড়ায় পৌছে গিয়েও মানুষের পিছু ছাড়েনি একেবারে আটপোরে এক প্রশ্ন - কে সে , কি তার পরিচয় । ভবিষ্যত পৃথিবীতে মানুষের অবস্থান, মানুষ কি আদৌ তার শ্রেষ্ঠত্ব ধরে রাখতে পারবে কিনা বা শ্রেষ্ঠত্ব ধরে রাখতে তাকে আমূল বদলে যেতে হবে কিনা   -   নেটফ্লিক্স ধারাবাহিক “লাভ, ডেথ প্লাস রোবোটস” এসব প্রশ্নেরই চলচ্চিত্র রূপ। এখনকার পৃথিবী থেকে ভবিষ্যতের পৃথিবীকে দেখার সুযোগ করে দেবে ডেভিড ফিঞ্চার প্রযোজিত, টীম মিলার পরিচালিত শ্বাসরুদ্ধকর ১৮ পর্বের একশন এন্থোলজি ধারাবাহিক । দুর্দান্ত , প্রচন্ড গতিময় এই অ্যানিমেশন ধারাবাহিকের প্রতিটি পর্ব অ্যাকশন ও দার্শনিকতার জমাট বুনন, আশা ও নিরাশার কোমল-কঠিন এক বিতর্ক । প্রতিটি আলাদা গল্পের পর্বে ঈশপের উপদেশ যেন চোরাস্রোতের মতো বয়। যেন বলতে চায় , ' এই যে